আইন-আদালত

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

  সকালের বুলেটিন ডেক্স: ১০ মার্চ ২০২৪ , ১১:০৮:৫৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদন: 

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় এক যুবকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রবিবার (১০মার্চ) দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্ত আসামি রুবেল হোসেন জেলার দুর্গাপুর থানাধীন দেলুয়াবাড়ি গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দা শামসুন নাহার মুক্তি কারাদন্ডর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুরের দেলুয়াবাড়ি গ্রামের রুবেল হোসেন একই এলাকার একজন পান চাষির বাড়িতে টাকা নিতে যান। বাড়িতে কেউ না থাকায় ওই পান চাষির ৭ বছরের শিশুকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে রোববার আদালত রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি নাদিম আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ তাকে কারাগারে পাঠায়। তিনি আরও বলেন এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একমাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content