নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীর পবা ও মোহনপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানদের সাথে নিয়ে, (পবা-মোহনপুরের) মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ আসাদুজ্জামান আসাদ ধানমন্ডি ৩২শে বঙ্গবন্ধুর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জন প্রতিনিধিরা।
মাননীয় সংসদ সদস্য জননেতা মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, আমি চাই নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা যেন জনগণের প্রতি শ্রদ্ধা করে তাদের দেওয়া প্রতিটা প্রতিশ্রুতি যেন একের পর এক পালন করে যায়। কোন জনগণ যেন বলতে না পারে মিথ্যা আশ্বাস নির্বাচনে জয়লাভ করেছে উনারা। তিনি আরো বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আপনারা যা পদক্ষেপ নিবেন জনগণের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এটার জন্য যত যা করা লাগে আমি আপনাদের সাথে আছি আর থাকবো।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন, জনাব মোঃ ফারুক হোসেন ডাবলূ চেয়ারম্যান পবা উপজেলা রাজশাহী ,জনাব মোঃ আফজাল হোসেন বকুল চেয়ারম্যান মোহন পুর উপজেলা রাজশাহী, মোসাঃ পপি খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান পবা উপজেলা রাজশাহী , ২নং হুজরী পাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা , ৬নং হরিয়ান ইউনিয়নের চেয়ারম্যান জেবর আলী , দর্শনপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান প্রমুখ।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com