মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ৯ সেপ্টেম্বর ২০২৪ , ৬:১০:৩৯ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদন: গত ৫ আগস্ট শেখ হাসিনা পতনের আগ মুহূর্ত পর্যন্ত রাজশাহীতে চলে তুমুল পরিমাণ গুলি, সাউন্ড গ্রেনেড ,টিয়ারসেল , রাবার বুলেটের হামলা আন্দোলনকারীদের উপরে। তখন আন্দোলনকারী দের সাথে আওয়ামী লীগ ও পুলিশ বাহিনীর সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সে সময় কিছু ছাত্রী ছাত্রভঙ্গ হয়ে পঞ্চপুটি নদীর ধার এলাকায় মানুষের বাসায় আশ্রয় নেওয়ার জন্য গেলে একজন ছাত্রী ধরা পড়ে যায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে তাকে ধর্ষণ করে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে এলাকাবাসী জানায়।
গত ৭ তারিখ বিকেলে রাজশাহীর নদীর পাড় থেকে দুইজনকে আটক করে ছাত্র জনতা। সে দুজন ধর্ষণের ব্যাপারে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত সেই ধর্ষণকৃত মেয়ের পরিবারের খোঁজ পায়নি প্রশাসন, ছাত্র সমন্বয়কসহ বিএনপির নেতাকর্মীরা।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি জানায়, হয়তো সে মেয়ের পরিবার টি ভয় পাচ্ছে নয়তো লজ্জায় তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিষয়টি লুকিয়ে রেখেছে। নয়তো বা ধর্ষন হওয়ার কথা শুনে লজ্জায় মুখ বন্ধ করে রেখেছে। তারা হয়তবা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তাদের ভয় ভীতি দেখিয়ে রেখেছে বলেই তারা গা ঢাকা দিয়ে রয়েছেন। সেই পরিবারকে বিশ্বস্ত করতে চাই রাজশাহী মহানগরের যুবদলের নেতাকর্মীরা।
রফিকুল ইসলাম রবি আরও বলেন, আমরা জীবন দিয়ে হলেও সেই পরিবারের রক্ষা করব। তাদের মেয়ের ধর্ষণ এবং হত্যার বিচার করতে যতটা নিষ্ঠুর হওয়া লাগে প্রশাসনকে যতটা চাপ দেওয়া লাগে আমরা সেগুলো করে আসামিদের বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ। সেজন্য তারা জানাই আমাদের বিএনপি’র কার্যালয়ে নয়তোবা থানায় নয়তো আপনাদের ছাত্র সমন্বয়ক যারা ছিল তাদের সাথে যোগাযোগ করুন । রাজশাহীবাসী আপনাদের পাশে থাকবে আপনাদের কোন ভয় বা লজ্জার কোন কিছু নাই। আপনাদের পরিবারের সমস্ত দায়ী দায়িত্ব নেবে রাজশাহী জেলা মহানগর যুবদল।
ধর্ষণকৃত মেয়ের পরিবারের খোঁজ দিতে যোগাযোগ করুন:
মো: জুয়েল রানা (রাজশাহী মহানগর যুবদল)
01722619300
মো: সাকিবুল ইসলাম স্বাধীন ( সংবাদিক )
01717725868

















