রাজনীতি

আগামীর রাজশাহী গড়ার প্রত্যাশায় যুবদলের ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভা 

  মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ১৯ অক্টোবর ২০২৪ , ১১:১৫:১২ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:

সাম্য ও মানবিক বি-নির্মান! আগামীর রাজশাহী গড়ার প্রত্যাশায় রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো:রফিকুল ইসলাম রবির উদ্যোগে মতিহার থানা (উত্তর) ,মেহেরচন্ডী (দায়রাপাক) মোড়, ২৬ নং ওয়ার্ড রাজশাহী মহানগরে আলোচনা ও বৃক্ষ রোপণ কর্মসুচি পালন করে যুবদলের সক্রিয় কর্মীরা।

১৯ অক্টোবর (শনিবার) আনুমানিক বিকাল ৫ ঘটিকায় ২৬ নং ওয়ার্ড মেহেরচন্ডী (দায়রাপাক) মোড়ে আনন্দ মিছিল শেষে বৃক্ষ রোপন করে যুবদলের ২৬ নং ওয়ার্ড , মতিহার থানা ও রাজশাহী মহানগরের নেতা কর্মীরা। এর পর আলোচনা সভায় যুবদলের রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো:রফিকুল ইসলাম রবি বক্তব্যে ২৬ নাম্বার ওয়ার্ড ও মতিহার থানার নেতাকর্মীদের দিক নির্দেশনা দেন।

বক্তব্যে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো:রফিকুল ইসলাম রবি বলেন, মাদককে না বলুন , মাদকের বিরুদ্ধে ,চাঁদাবাজদের বিরুদ্ধে ও দখলবাজদের বিরুদ্ধে বড় বাঁধা হয়ে দাঁড়াবে রাজশাহী মহানগর যুবদল । আমারা সবাই নজর রাখবো এগুলি কে আমাদের প্রিয় রাজশাহীতে কখনও মাথা চারা দিয়ে দাঁড়াতে দিব না। তাই বলে কেঁউ আইন হাতে তুলে নিবেন না। এমন কিছু চোখে পড়লে তাদের প্রথমে বুঝাবেন এরপর তাদের আইনের হাতে সোপর্দ করবেন। কোথাও যেনো কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকেই নজর রাখতে হবে।

আরও খবর

Sponsered content