মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ২৫ জানুয়ারি ২০২৫ , ৯:২৯:০০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদন:
রাজশাহীর পবা থানার সহযোগিতায় বিএনপির কথিত নেতা আউয়াল রাতের আধারে হাইকোর্টের রায়কে অমান্য করে ফসলি জমি হত্যার আয়োজন করে। ফসলি জমির মাটি কেটে ট্রাক্টর (কাকড়া গাড়িতে) মাটি নিয়ে ভাটায় ভাটায় বিক্রয় চলছে। ফলে নষ্ট হচ্ছে ফসলি জমি , ভোগান্তিতে পড়ছে কৃষক, সাথে মাটি বের করায় রাস্তার ব্যাপক ক্ষতি এর পরেও প্রশাসন নীরব। হাইকোর্টের রায়কে অমান্য করাটাকে ব্যবসা বানিয়ে রেখেছে বিএনপির এই নেতা। ২০ লাখ টাকা কন্টাক্ট নিয়ে শুরু করেছে পুকুর খনন।
রাজশাহী নগরীর পবা উপজেলার নওহাটার বড়গাছি ইউনিয়নের সাহাপুর কানপারায় আনুমানিক ৫ বিঘা ফসলে জমি কেটে পুকুর খননের কাজ শুরু করেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, একের পর এক ট্রাক্টর কাকড়া গাড়িতে করে মাটি বের করে নিয়ে যাচ্ছে ইটভাটার উদ্দেশ্যে। প্রকাশ্যে পুলিশের টহল টিমের সামনে দিয়ে নিয়ে গেলেও পুলিশ দেখেও না দেখার ভান করে রয়েছে।
স্থানীয় এলাকাবাসীর কাছে জানা যায়, ২০ লাখ টাকার কন্টাকে কাজটি শুরু করেছে বিএনপি’র নেতা আওয়াল তার মাথার উপরে ছায়া হয়ে রয়েছে নওহাটার ডিস ব্যবসায়িক বিএনপির আরেক নেতা শরীফ। পবা থানা ম্যানেজ করে তারা নিজের কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি ইউএনও অথবা এসিল্যান্ড যদি অভিযানের জন্য থানায় ফোর্স চাই ওসি হোয়াটসঅ্যাপে আগেই আওয়াল কে সাবধান করে দেয়।
এ বিষয়ে জানতে পবা থানার অফিসার্স ইনচার্জ মো: মনিরুল ইসলাম কে ফোন দিলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং বলেন আমি দ্রুত কাজ বন্ধের ব্যবস্থা নিব। তবুও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই।
এ বিষয়ে পবা উপজেলার এসিল্যান্ড মোঃ জাহিদ হাসান জানান খুব দ্রুত সেখানে অভিযান করা হবে।