সকালের বুলেটিন ডেক্স ১২ মে ২০২৫ , ৭:৩৯:৪৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিএনপি নেতার হামলায় রাকিব আল রেজা রিপন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সোমবার (১২ মে) দুপুরে মহানগরীর বর্ণালী সিনেমা হল মোড়ে তার ছোট ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় তাকে।
আহত রিপন বোয়ালিয়া থানার বর্ণালী সিনেমা হল এলাকার বাসিন্দা গোলাম নবীর ছেলে। তিনি এভারেস্ট ফার্মাসিটিক্যালসের রাজশাহী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত।
রিপনের ছোট ভাই গোলাম নবীন রোকন জানান, রাজশাহী মহানগর শাহমখদুম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনের সঙ্গে তাদের একটি মামলা চলমান রয়েছে। মামলাটি তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল রাজিব। আজ দুপুরে রাজিব, তার ভাই রাকিবসহ ৮-১০ জন সশস্ত্র অবস্থায় এসে দোকানে প্রবেশ করে আমার মেঝো ভাই রিপনকে ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বর্তমানে সে রামেক হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে।
রোকন আরও বলেন, “আমরা এখনো ভয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করতে পারিনি। তবে মামলার প্রস্তুতি নিচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
প্রসঙ্গত, হামলার সময় রিপনের অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।