সকালের বুলেটিন ডেক্স ১৪ মে ২০২৫ , ৯:০৭:২৩ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ মে ২০২৫ তারিখে বগুড়ায় অনুষ্ঠিতব্য “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করতে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেব বাজার মুনলাইট গার্ডেনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় ৩০০ থেকে ৩৫০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় টিম লিডার রাসেল মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মুক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান জনি।
সভায় সভাপতিত্ব করেন—রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ। সঞ্চালনায় ছিলেন—রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে জাতীয়তাবাদী শক্তির দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফলে দেশের জনগণ তাদের ভোটাধিকার ও গণতান্ত্রিক চেতনা পুনরুদ্ধারের পথে অগ্রসর হয়েছে।”
তাঁরা আরও বলেন, “বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যে মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তা গণতান্ত্রিক আন্দোলনের নতুন দিগন্ত উন্মোচন করবে।” এ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় সমাবেশ সফল করার জন্য সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তর আলোচনা হয় এবং সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।
সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।