অপরাধ - দূর্নীতি

ফিক্সিং ম্যাচ বলে সোস্যাল মিডিয়ায় হাতিয়ে নিতেছে লক্ষ লক্ষ টাকা 

  সকালের বুলেটিন ডেক্স ২৮ মে ২০২৫ , ৭:০৩:৫০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করার মারাত্বক নেশা অনলাইন বেটিং (জুয়া) সাইড । যেখানে বিনা পরিশ্রমে টাকা ইনকাম করতে যেয়ে জুয়ায় হেরে জমি, বাড়ি, সংসার নষ্ট সহ আত্মহত্যা করছে দেশের একাধিক মানুষ। জুয়ায় হেরে দিশেহারা সহ একাধিক বিপদে পড়া ব্যাক্তি গুলো বাঁচতে পা দিয়ে ফেলছে সোস্যাল মিডিয়ায় বিশেষ করে টেলিগ্রামে প্রতারক চক্রের ফাঁদে। যেই চক্র টাকার বিনিময়ে খেলায় কি হবে আগাম খবর জানিয়ে দিবে বলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। তাদের ১ থেকে ৫ হাজার টাকা দিয়ে ফিক্সিং তথ্য নিয়ে বেশি টাকা জুয়ায় জিতার আসায় হেরে আরও বিপদে পড়ছে দেশের মানুষ জন ।

খোঁজ নিয়ে জানা যায়, সোশ্যাল মিডিয়া গুলিতে বাজী ধরে লক্ষ টাকা জিতছে এমন ছবি এডিট করে পোস্ট দিয়ে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে তারাও জিতবে এমন আশা দিয়ে গ্রুপে নিয়ে আসে। গ্রুপে ছবি এআই দিয়ে এডিট করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা জিতার ছবি বানিয়ে পোস্ট দিয়ে দেখায়। যা দেখে জুয়ায় হেরে যাওয়া টাকা উদ্ধার, মানুষের ধার নেওয়া টাকা শোধ সহ একাধিক বিপদ থেকে উদ্ধার সহ স্বপ্ন পূরণের আশায় প্রতারক চক্রকে টাকা দিয়ে খেলার আগে আগাম খবর জানতে প্রতারককে টাকা দিয়ে তার কথায় জিতার আশায় হেরে আরও বিপদে পড়ছে একাধিক মানুষ। বিকাশে টাকা নিয়ে ব্লক করে উধাও হচ্ছে প্রতারক আর প্রতারকের খপ্পরে পরে আরও বড় বিপদে পড়ছে ভুক্তভুগী।

এক ভুক্তভুগী জানায়, বাজিতে হেরে ডিপ্রেশনের মধ্যে সোস্যাল মিডিয়ায় দেখতে পাই অনেক টাকা জিতার অনলাইন বেটিং সাইডের স্ক্রিন শট। তারা নাকি প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট সহ উম্পিয়ার কে টাকা দিয়ে ঠিক করে কে জিতবে কিভাবে জিতবে এমন ঠিক করে। এত জনকে টাকা দিয়ে ম্যানেজ করে সেই টাকা বাড়াতে তারা বাজী ধরে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা জিতে। এমন খবর তাদের থেকে জানতে হলে ১-৫ হাজার টাকা তাদের দিয়ে নিতে হবে। তাদের ১০০% সঠিক তথ্য নিয়ে যত ইচ্ছা বাজী ধরে জিতে সহজে কোটিপতি হওয়া যাবে। একদিন জিতলেই যত বিপদ আছে সব থেকে উদ্ধার হবো ভেবে জমি বন্ধক দিয়ে সেই টাকা বাজী ধরে হেরে একবারে নিঃস্ব আজ। এরা বন্ধ থাকা নম্বরে বিকাশ, নগদ রকেটে টাকা নেই। টেলিগ্রামে তার নাম্বার লুকিয়ে রেখে কথা বলে অনেক আশা স্বপ্ন দিয়ে অগ্রিম টাকা নিয়ে বাজী ধরতে বলে নাম্বার ব্লক করে দিয়ে চলে যায়।

ভুক্তভুগী দেওয়া তথ্য মতে ফেসবুক আর টেলিগ্রামে এমন ফিক্সারের অভাব নাই যারা এমন মিথ্যা আশা দিয়ে টাকা হাতিয়ে নিতেছে অনেকের। এমন দুই টেলিগ্রাম গ্রুপের তথ্য মিলে টোটাল ফিক্সার নামের এক টেলিগ্রাম চ্যানেলের। তার নাম রিমন বলে পরিচয় দেওয়া ব্যক্তি এই 01334226849 নাম্বারে বিকাশ, নগদে টাকা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। আরেক গ্রুপ উইলসন রাজ নামে টেলিগ্রাম গ্রুপ করে এই 01997285990 এ পেমেন্ট নিয়ে প্রতারণা করে আসছে।

বিগত সময়ে সরকার অনলাইন বেটিং সাইডের থেকে মাসোয়ারা নিয়ে ওয়েবসাইট গুলি বাংলাদেশে চলতে দেওয়ায় দেশে এমন প্রতারক চক্র তৈরি আর এমন মারাত্বক নেশায় দেশের মানুষ ধ্বংসের দিকে প্রায়।

 

এ বিষয়ে জানতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এনামুল কবির (উপসচিব) বলেন, আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি অনেক সাইট আর মোবাইল ব্যাংকিং বন্ধ করা হয়েছে। আমাদের ইমেইল করুন সব তথ্য দিয়ে সহযোগিতা করুন। সবাইকে আইনের আওতায় নেওয়া হবে। সাথে অন্যদের এমন ফাঁদে পা না দেওয়ার জন্য পরামর্শ দেন।

আরও খবর

Sponsered content