আইন-আদালত

মাদরাসার বিরুদ্ধে শতবর্ষী মাঠ দখলের অভিযোগ!

  নিজস্ব প্রতিবেদক ১৫ জুন ২০২৫ , ১১:৩১:২৩ প্রিন্ট সংস্করণ

এক দাখিল মাদরাসার বিরুদ্ধে শতবর্ষী খেলার মাঠ দখল করার অভিযোগ উঠেছে। খেলার মাঠ দখলের ঘটনায় রাজশাহীর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে তাদের কাছে অভিযোগের কপি প্রদান করা হয়। গোকুল মথুরা ফুটবল ক্লাব, স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা’ ও উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ – ইয়্যাস যৌথভাবে এ অভিযোগ দাখিল করে।

গোকুল মথুরা ফুটবল ক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. হারুন-অর-রশিদ সাধারণ সম্পাদক, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন যৌথস্বাক্ষরিত অভিযোগ সুত্রে জানা গেছে, রাজশাহী জেলার তানোর থানার মথুরা মৌজার ৩৮ নং খতিয়ানভুক্ত (জে.এল নং ১৫৩, রে: সার্ভে নং ৬, দাগ নং ৯৩) খেলার মাঠটির পরিমান ১ একর ০৬ শতাংশ। রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামে থাকা প্রায় শতবর্ষী প্রাচীন ঐতিহ্যবাহী এই খেলার মাঠটির সংস্পর্শে এসেছে প্রায় ৫০ হাজারের অধিক মানুষ। যার মালিক গোকুল ও মথুরা পক্ষে ফুটবল ক্লাবের সেক্রেটারী। মাঠটিতে এ পর্যন্ত প্রায় ২৫০’র অধিক টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।

 

অভিযোগে আরো বলা হয়েছে যে, তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের আবেগ এই প্রাচীন ঐতিহ্যবাহী খেলার মাঠটি দখল করতে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ২০২৪ সালের মার্চ মাস থেকে ‘গোকুল মথুরা দাখিল মাদরাসা’ কর্তৃপক্ষ তৎপর। মাঠটি দখল করে সেখানে ভবন নির্মাণের অপচেষ্টাও চালাচ্ছে তারা।

অভিযোগে তিনদফা দাবি তুলে ধরে সরেজমিনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত-অনুসন্ধান সাপেক্ষে উল্লেখিত দাবিসূমহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান ও পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন তারা।

আরও খবর

Sponsered content