সারাদেশ

রাজশাহীতে জাল নোটসহ কথিত ভুয়া সাংবাদিক শুকুর রানা আটক: অতীতেও রয়েছে নানা অপকর্মের অভিযোগ

  মো: সাকিবুল ইসলাম স্বাধীন ২৯ জুন ২০২৫ , ৮:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ

 

স্টাফ রিপোর্টার, রাজশাহী:

রাজশাহী নগরীর তালাইমারি মোড়ে জাল টাকা ব্যবহার করে চা-নাস্তা খাওয়ার সময় কথিত সাংবাদিক শুকুর রানা ওরফে এমএস রানা ওরফে রানা আহম্মেদ জনতার হাতে আটক হন। শনিবার (২৮ জুন) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দোকানদারের ভাষ্যমতে, শুকুর রানা ওই চায়ের দোকানে এর আগেও একাধিকবার জাল নোট ব্যবহার করেছেন। এজন্য দোকানদার তার প্রতি আগে থেকেই সতর্ক ছিলেন। শনিবার রাতে আবারও জাল টাকা দিয়ে বিল পরিশোধের সময় হাতেনাতে ধরা পড়ে।

 

উদ্ধারকৃত জাল নোট:

  • ১০০০ টাকার নোট – ২টি
  • ৫০০ টাকার নোট – ৩টি
  • ২০০ টাকার নোট – ৩টি
  • মোট: ৪,১০০ টাকা জাল নোট

এছাড়া তার কাছ থেকে একটি আর-ওয়ান ফাইভ মোটরসাইকেল এবং একটি সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া সাংবাদিক পরিচয়পত্রে উল্লিখিত অনলাইন পোর্টালের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “অনেক বছর আগে হয়তো কোনো নির্বাহী সম্পাদক তার নামে পরিচয়পত্র দিয়ে থাকলেও গত ৫-৬ বছর ধরে এমএস রানা নামে কেউ আমাদের প্রতিনিধি নন। এমন অপরাধীরা যেন সাংবাদিক পরিচয় ব্যবহার করে আর অপকর্ম না করতে পারে, সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

 

সংগঠনের সভাপতি ফায়সাল হোসেন বলেন, “শুকুর রানা যে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়, সেটা আমি এই ঘটনার পরই প্রথম শুনলাম। তাকে কখনো সাংবাদিক হিসেবে কোথাও দেখি নাই। এই অপরাধের জন্য তাকে রাজশাহীতে সাংবাদিক হিসেবে অবাঞ্ছিত ঘোষণা করছি। ভবিষ্যতে যাতে সে সাংবাদিক পরিচয় ব্যবহার করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হবে।”

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, “স্থানীয় জনতা শুকুর রানাকে ৪,১০০ টাকার জাল নোটসহ আমাদের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে জাল টাকা রাখার অপরাধে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তদন্তে জানা যায়, শুকুর রানা ওরফে এমএস রানা ওরফে রানা আহম্মেদ চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে রাজশাহী নগরীর বনলতা আবাসিকে বসবাস করছেন। তার বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় একাধিক মামলা রয়েছে।

 

স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে রয়েছে—

  • ছাগল চুরির অভিযোগ
  • একাধিক নারীকে বিয়ে করে অর্থ আত্মসাৎ
  • নারী নির্যাতন
  • ব্ল্যাকমেইলিং

নিজ বাসায় দেহব্যবসা পরিচালনা, যেখানে একসময় খদ্দেরসহ চারজন নারীসহ আটক হয়েছিলেন

আরও খবর

Sponsered content