অপরাধ - দূর্নীতি

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

  মো: সাকিবুল ইসলাম স্বাধীন ১৩ জুলাই ২০২৫ , ১১:২৮:৩০ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি, সকালের বুলেটিন:  পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নগরীর মেহেরচন্ডী দক্ষিণপাড়ায় ‘নয়ন কসমেটিকস’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান জোরপূর্বক দখল ও লুটপাটের অভিযোগ উঠেছে ২৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতির পরিবারের বিরুদ্ধে। ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নয়ন আলী রবিবার (১৩ জুলাই ২০২৫) সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় দুপুর ১টায় নগরীর ভদ্রা মোড়ে দারুচিনি চাইনিজ রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারে। সেখানে নয়ন আলী জানান, “আমি দীর্ঘ ৯ বছর ধরে এই দোকানটি পরিচালনা করছি। এটি আমার জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। কিন্তু গত ২০ এপ্রিল ২০২৫ তারিখে আমার সাবেক স্ত্রী লিজা আক্তার এবং তার পরিবারের সদস্যরা জোরপূর্বক দোকানে ঢুকে তালা ভেঙে দখল করে নেয়। তারা আমার বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টাও করে।”

নয়ন আরও বলেন, “আমার শাশুড়ি মোসাঃ আসমা বেগম, যিনি ২৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি, তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে থানায় আমার অভিযোগ গ্রহণে প্রভাব ফেলেছেন। আমি যখন দোকানে যাই, তখন তারা আমাকে দেশীয় অস্ত্র দেখিয়ে তাড়িয়ে দেয়। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, নিজের বাসায় ফিরতেও সাহস পাচ্ছি না।”

 

তালাক ও পূর্ববর্তী পারিবারিক দ্বন্দ্বের প্রেক্ষাপট বিষয়ে তিনি জানান, “বিবাহিত জীবনে দীর্ঘদিন ধরে অশান্তির কারণে ১৬ এপ্রিল ২০২৫ তারিখে আমি আমার স্ত্রী লিজা আক্তারকে তালাকনামা পাঠাই। কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এর মাত্র চারদিন পর, ২০ এপ্রিল, তারা এই হামলা চালিয়ে দোকান দখল করে নেয়।”

তিনি দাবি করেন, দোকানের ভেতরে এখনো তার নামে ট্রেড লাইসেন্স, দোকান ভাড়ার বৈধ চুক্তিপত্র এবং প্রায় ১৫ লক্ষ টাকার কসমেটিকস পণ্য রয়েছে। এসব কিছু উদ্ধারেও তিনি ব্যর্থ হচ্ছেন, কারণ থানায় অভিযোগ করেও সহযোগিতা পাননি।

 

এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমার জানা মতে এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো থানায় আসেনি। তবে অভিযোগ পেলে আমরা যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

অন্যদিকে অভিযুক্ত মোসাঃ আসমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এখনো চাই, তারা স্বামী-স্ত্রী হিসেবে একসাথে থাকুক।”

 

সংবাদ সম্মেলনের মাধ্যমে নয়ন আলী মাননীয় পুলিশ কমিশনার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমি চাই, আমার দোকানটি ফিরিয়ে দেওয়া হোক। যারা আমার জীবিকার উপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”

আরও খবর

Sponsered content