নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে।
বুধবার (২৩ জুলাই) নির্বাচন কমিশনের সচিব আখতার হোসেন স্বাক্ষরিত ‘নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫’ জারি করা হয়।
এই নীতিমালায় বলা হয়েছে, ভোট গ্রহণের দিন সাংবাদিকরা বৈধ ইসির অনুমতিপত্র ও পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোটকক্ষে অবস্থান সীমিত সময়ের জন্য এবং কিছু শর্তে হবে।
ভোটকেন্দ্রে প্রবেশ ও অবস্থান সংক্রান্ত নির্দেশনা:
লাইভ সম্প্রচার ও গণনা কেন্দ্র: নির্বাচনী দিনের সংবাদ কাভারেজে ভোটকেন্দ্রের বাইরে নিরাপদ দূরত্ব থেকে সরাসরি সম্প্রচার বা লাইভ করা যাবে। তবে কেন্দ্রের ভেতরে বা গোপন কক্ষে লাইভ স্ট্রিমিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
ভোট গণনার সময় সাংবাদিকরা গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন এবং স্থিরচিত্র তুলতে পারবেন। তবে এই সময়েও কোনো ধরনের সরাসরি সম্প্রচার করা যাবে না।
যাতায়াত সুবিধা ও স্টিকার: সাংবাদিকদের যানবাহনে চলাচলের সুবিধার্থে নির্বাচন কমিশন স্টিকার ও পাস সরবরাহ করবে। জাতীয় ও স্থানীয় দৈনিক, অনলাইন সংবাদপোর্টাল, টিভি মিডিয়া, ফ্রিল্যান্স সাংবাদিক এবং আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা আগাম আবেদন করে এই সুবিধা নিতে পারবেন।
আইনভঙ্গের ক্ষেত্রে ব্যবস্থা: নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট সাংবাদিকের পরিচয়পত্র বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন। প্রয়োজনে তথ্যপ্রযুক্তি আইনের আওতায়ও ব্যবস্থা নেওয়া হতে পারে।
উল্লেখ্য, এই নীতিমালা জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও উপনির্বাচনসহ সকল ধরনের নির্বাচনের জন্য কার্যকর থাকবে।
গণতান্ত্রিক প্রক্রিয়া ও ভোটার গোপনীয়তা রক্ষায় এই নির্দেশনাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে সংবাদকর্মীরা যেন দায়িত্ব পালন করতে গিয়ে বাধাগ্রস্ত না হন, সেই দিকেও নজর রাখতে আহ্বান জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম সংগঠন।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com