অপরাধ - দূর্নীতি

চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও টাকা চুরি: প্রধান আসামি গ্রেপ্তার

  মো: সাকিবুল ইসলাম স্বাধীন ২৫ জুলাই ২০২৫ , ৩:৪০:০০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকায় চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় মূল অভিযুক্ত মোসা: সাবেরা খাতুন ওরফে সম্পা (২৫) কে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সাবেরা খাতুন রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার মমিনুল ইসলামের মেয়ে। পুলিশ জানায়, গত ১২ জুলাই ভুক্তভোগী মো: সেলিম রেজার বাসায় রান্নার কাজে সহযোগিতা করার কথা বলে সাবেরা আসেন। সেই সুযোগে মুরগির মাংস ও স্যালাইনের মধ্যে চেতনানাশক মিশিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে দেন তিনি। পরে ভুক্তভোগীর স্ত্রীর শরীর থেকে প্রায় ২.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

ঘটনার পরপরই ভুক্তভোগী সেলিম কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। এর ভিত্তিতে তদন্ত শুরু করে এসআই নূর মোহাম্মদ সরদারের নেতৃত্বে একটি টিম।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুলাই সন্ধ্যায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডি করইতলা মোড় এলাকার একটি বাসায় থাকা অবস্থায় ভুক্তভোগী নিজে সাবেরাকে শনাক্ত করেন। পরে তাৎক্ষণিকভাবে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেরা খাতুন অপরাধের দায় স্বীকার করে জানান, এটি একটি পূর্বপরিকল্পিত প্রতারণামূলক কাজ ছিল এবং এতে আরও ২-৩ জন সহযোগী যুক্ত ছিল। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর পাশাপাশি দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার ওসি মো: আজিজুল বারী ইবনে জলিল জানান, ঘটনার অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content