সারাদেশ

রাজশাহী জেলা পুলিশের মানবিক উদ্যোগ: ফোন ও বিকাশের টাকা ফেরত

  মো: সাকিবুল ইসলাম স্বাধীন ২৯ জুলাই ২০২৫ , ৭:০২:৩৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা পুলিশের মানবিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে উদ্ধারকৃত ৫১টি মোবাইল ফোন এবং বিকাশে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ১৫ হাজার ৫০০ টাকা আজ প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব মালামাল হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

রাজশাহী জেলার ৮টি থানায় মোবাইল ফোন হারিয়ে সাধারণ ডায়েরি করেছিলেন ৫১ জন ভুক্তভোগী। এসব ডায়েরির ভিত্তিতে পুলিশ সুপার কার্যালয়ের অধীন সাইবার ক্রাইম সেল প্রযুক্তির সহায়তায় ফোনগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়।

 

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে:

স্যামসাং ১১টি, শাওমি ৯টি, ভিভো ৭টি, রিয়েলমি ৭টি, ইনফিনিক্স ৪টি, ওপ্পো ৬টি, হুয়াই ৩টি, মোটোরোলা ২টি, টেকনো ১টি এবং সেম্পনি ১টি।

এছাড়া বিকাশে প্রতারণার মাধ্যমে নেওয়া ১৫,৫০০ টাকাও উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “মানুষের হারানো জিনিস ফিরিয়ে দিতে পারা আমাদের কাছে শুধু দায়িত্ব নয়, বরং এটি এক ধরনের আনন্দ। জেলা পুলিশের সাইবার টিম নিয়মিত এ ধরনের কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবা আরও জোরালোভাবে চলবে।”

 

ফোন ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমরা বিশ্বাস করতে পারিনি যে হারানো মোবাইল বা টাকা ফেরত পাব। রাজশাহী জেলা পুলিশ আমাদের আশার চেয়ে অনেক বেশি দিয়েছে।”

 

জেলা পুলিশের এ ধরনের মানবিক ও সচেতনমূলক উদ্যোগ জনসাধারণের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

আরও খবর

Sponsered content