সারাদেশ

গ্রামীণফোনের স্বীকৃতি পেল রাজশাহীর সেরা জিপিস্টার পার্টনাররা

  মো: সাকিবুল ইসলাম স্বাধীন ১৪ আগস্ট ২০২৫ , ৬:২৩:২৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন তাদের প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম ‘জিপিস্টার’-এর পার্টনারদের অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহীর ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে। সম্প্রতি বগুড়ার মোমো ইন হোটেলে আয়োজিত ‘জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন’ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

 

গ্রামীণফোনের প্রতি সবচেয়ে আস্থাশীল গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা ও অভিজ্ঞতা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পার্টনারদের সম্মান জানাতেই এই আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি, রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেনসহ আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছে—এসকেএস হাসপাতাল, সোহা বিউটি পার্লার, হাতিন ফার্নিচার, নিউ ল্যাব ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টার, অটো স্পার্ক, টু ইন ওয়ান, বারিন স্কাইভিউ লাউঞ্জ, সিম্পল, প্রফেসর ফার্মেসি এবং বাংলাদেশ ডিজিটাল ল্যাব।

 

অনুষ্ঠানে মুনিয়া গনি বলেন, “ব্র্যান্ডের প্রতিশ্রুতি বাস্তবায়নে জিপিস্টার পার্টনারদের ভূমিকা অনস্বীকার্য। তাদের ধারাবাহিক অঙ্গীকারের ফলেই লয়্যাল গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা ও অভিজ্ঞতা প্রদান সম্ভব হচ্ছে। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতি ও উদযাপন ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতাকে আরও দৃঢ় করবে।”

 

গ্রামীণফোনের ‘জিপিস্টার’ একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম, যা সবচেয়ে লয়্যাল গ্রাহকদের জন্য বিশেষ অফার, ছাড় এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করে। লাইফস্টাইল, ডাইনিং, শপিং থেকে শুরু করে ভ্রমণ—বিভিন্ন ক্যাটাগরিতে দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে প্রায় আট হাজারের বেশি আউটলেট থেকে এই সেবা প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content