মো: সাকিবুল ইসলাম স্বাধীন ১৭ আগস্ট ২০২৫ , ১১:৪৯:৩০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের উত্তরপাড়ায় দীর্ঘদিনের অবহেলা ও জনদুর্ভোগ কাটাতে ব্যক্তিগত উদ্যোগে রাস্তাবাঁধাইয়ের কাজ করেছেন স্থানীয় প্রার্থী, মাটি ও মানুষের নেতা, জননেতা আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার।
জানা গেছে, বহু বছর ধরে গ্রামের প্রধান এই চলাচলের রাস্তা খানাখন্দে ভরে যায়। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে গিয়ে কাদা-মাটি ও গর্তে চলাচল করা দুরূহ হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে চাকরিজীবী, কৃষক ও রোগী পরিবহনে স্থানীয়রা পড়েছিলেন চরম দুর্ভোগে।
এই পরিস্থিতি দেখে আব্দুস সাত্তার নিজ উদ্যোগে ইট-খোয়া, বালু ও অন্যান্য নির্মাণ সামগ্রী সংগ্রহ করেন। পরবর্তীতে স্থানীয় নেতাকর্মী ও যুবকদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটির সংস্কার কাজ শুরু করেন। তিনি নিজেই পুরো কাজ তদারকি করেন।
সংস্কারের পর স্থানীয়রা জানান, রাস্তার খানাখন্দ দূর হওয়ায় এখন স্বাভাবিকভাবে চলাচল করা সম্ভব হচ্ছে। দীর্ঘদিনের কষ্ট লাঘব হওয়ায় তারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।
এ প্রসঙ্গে আব্দুস সাত্তার বলেন, “এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। তাদের কষ্ট দেখে আমি বসে থাকতে পারিনি। নিজেই দাঁড়িয়ে থেকে সংস্কারের কাজ করেছি। এটিকে আমি আমার দায়িত্ব হিসেবে দেখছি। জনগণের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য।”
এলাকার প্রবীণ ব্যক্তি আব্দুল মতিন বলেন, “আমাদের এই রাস্তা নিয়ে বহুবার অভিযোগ করেও কোনো ফল পাইনি। আজ আব্দুস সাত্তার সাহেবের উদ্যোগে রাস্তা সংস্কার হয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”
স্থানীয় যুবক রাশেদ জানান, “আমরা সবাই মিলে স্বেচ্ছাশ্রমে কাজ করেছি। এটা আসলে ঐক্যের প্রতীক। আমাদের গ্রামের জন্য এটা একটা বড় স্বস্তি।”
এলাকাবাসীর আশা, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, ভবিষ্যতেও তিনি এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবেন।

















