রাজনীতি

দলের সাংগঠনিক তৎপরতা জোরদারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

  মো: সাকিবুল ইসলাম স্বাধীন ৩০ আগস্ট ২০২৫ , ৯:৫০:৫৪ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: দলের সাংগঠনিক তৎপরতা আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বিকেলে নগরীর চন্ডীমা থানার ১৯ নম্বর ওয়ার্ডে (দক্ষিণ) এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

 

আহবায়ক প্রার্থী মোঃ রাকিব উদ্দিন ও সদস্য সচিব মোঃ বাপ্পি ইসলামের নেতৃত্বে জটিকা মিছিল নিয়ে কর্মীরা সভায় যোগ দেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক। তিনি বলেন,

“স্বেচ্ছাসেবক দল হচ্ছে দলের অন্যতম চালিকাশক্তি। মাঠ পর্যায়ের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। দুঃসময়ে কর্মীদের ত্যাগই সংগঠনের মূল ভিত্তি।”

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি। তিনি বলেন,

“তৃণমূলের শক্তিই কেন্দ্রীয় নেতৃত্বের ভিত্তি। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডে তরুণ কর্মীদের সম্পৃক্ত করতে হবে। এ সংগঠন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের অগ্রভাগ।”

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক সৈকত পারভেজ। তিনি বলেন,

“নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে। নিয়মিত সভা-সমাবেশ এবং সাংগঠনিক কর্মসূচির মাধ্যমেই আমাদের অবস্থান আরও সুদৃঢ় হবে।”

 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চন্ডীমা থানা স্বেচ্ছাসেবক দলের আহবাব এরশাদ আলী এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব মেরাজুল ইসলাম রবিন।

 

সভায় বক্তারা দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা, নতুন কর্মীদের সম্পৃক্ত করা এবং আগামী দিনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

আরও খবর

Sponsered content