সারাদেশ

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবো’— প্রতিশ্রুতি কমিশনের

  মো: সাকিবুল ইসলাম স্বাধীন ১ সেপ্টেম্বর ২০২৫ , ৮:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৩-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।

 

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী সভাপতি শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

 

গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ। ৬ সদস্য বিশিষ্ট কমিশনের অন্যরা হলেন— এডভোকেট এস. এম. জ্যোতি উল ইসলাম (সাফী), ইত্তেফাকের রাজশাহী প্রতিনিধি আনিসুজ্জামান, দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, সিনিয়র সাংবাদিক জাবেদ অপু এবং সদস্য সচিব মীর তোফায়েল আহমেদ।

 

বিদায়ী কমিটির নেতারা বলেন, “প্রেসক্লাবের গণতান্ত্রিক ধারা ও ঐক্য রক্ষায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা রেখে একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন উপহার দেবে।”

 

দায়িত্ব গ্রহণের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী শাহেদ বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ— আসন্ন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচন হবে সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ। সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষায় কমিশন কোনোরূপ আপস করবে না।”

 

কমিশনের অন্য সদস্যরাও বলেন, “আমরা চাই এই নির্বাচনকে একটি গণতান্ত্রিক উৎসবে পরিণত করতে। এজন্য প্রার্থী, ভোটার ও সদস্যদের পূর্ণ সহযোগিতা প্রয়োজন। ক্লাবের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সবাই বিধি-বিধান মেনে চলবেন বলে আমাদের বিশ্বাস।”

 

সিনিয়র সাংবাদিকরা তাদের বক্তব্যে প্রেসক্লাবকে সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষার প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে বলেন, “এই নির্বাচন শুধু নেতৃত্ব বেছে নেওয়ার জন্য নয়, বরং সাংবাদিক সমাজের ঐক্য ও শক্তি বৃদ্ধির জন্যও একটি বড় সুযোগ।”

 

সবশেষে নির্বাচন কমিশনের সদস্য সচিব মীর তোফায়েল আহমেদ আশা প্রকাশ করে বলেন, “একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে। সাংবাদিক সমাজের বিশ্বাস ও আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।”

আরও খবর

Sponsered content