রাজনীতি

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব মো. আব্দুস সাত্তার

  মো: সাকিবুল ইসলাম স্বাধীন ৩ অক্টোবর ২০২৫ , ৫:২২:১০ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসংখ্য পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো. আব্দুস সাত্তার। বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন মণ্ডপে গিয়ে আয়োজক কমিটির সঙ্গে কুশল বিনিময় করেন, পূজার সুষ্ঠু আয়োজন এবং নিরাপত্তা নিশ্চিতে পরামর্শ দেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।

পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিনি তার অনুসারী ও নেতাকর্মীদের স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত করেছেন। তিনি নিজে মাঠে থেকে সব মণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজন তদারকি করেছেন। এছাড়া ভবিষ্যতে নির্বাচিত হলে মন্দির উন্নয়নের জন্য বিশেষ তহবিল গঠনের অঙ্গীকারও ব্যক্ত করেছেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাতেম আলী, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রায় তিন হাজার নেতাকর্মী বিভিন্ন মণ্ডপে যোগ দিয়ে উৎসবকে সুন্দর ও শান্তিপূর্ণ করার কাজে অংশ নেন।

আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন, “ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার জন্য কিছু মহল ষড়যন্ত্র চালাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব ধরনের সহযোগিতা দিতে। আমরা সেই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করছি।”

তিনি আরও উল্লেখ করেন, “দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি এখন বাঙালির সার্বজনীন উৎসব। শুভ শক্তির জাগরণ ঘটিয়ে সমাজ থেকে অশুভ শক্তিকে দূর করাই এর মূল বার্তা। আমরা চাই, প্রতিটি মণ্ডপ যেন আনন্দ ও ভ্রাতৃত্বের উজ্জ্বল প্রদীপ হয়ে উঠুক।”

শেষে তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব দেশের মানুষের মধ্যে সহনশীলতা, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে এবং সমাজে শান্তি ও ঐক্য রক্ষায় সকলের সচেতনতা বাড়াবে।

আরও খবর

Sponsered content