রাজনীতি

জুলাই আহত অপূর্বর মামলা ঘিরে অসাধু তৎপরতার অভিযোগ—রাজশাহী এনসিপির সতর্কবার্তা

  মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ২৫ অক্টোবর ২০২৫ , ৪:১৯:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী মোবাসসের রাজ তার ব্যক্তিগত ফেসবুক পেজে জুলাই আহত অপূর্বর দায়েরকৃত মামলাকে কেন্দ্র করে একাধিক অনিয়ম ও অসাধু তৎপরতার অভিযোগ তুলে ধরেছেন। তিনি অভিযোগ করেন, মামলার তদন্ত ও এজাহারকে ঘিরে একটি প্রভাবশালী চক্র বাণিজ্যিক উদ্দেশ্যে সক্রিয় হয়ে উঠেছে।

 

মামলা নিয়ে বাণিজ্যের আশঙ্কা

মোবাসসের রাজ উল্লেখ করেন, রাজশাহীর পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে যাতে এই মামলা নিয়ে কেউ বাণিজ্য বা সুযোগ গ্রহণ করতে না পারে। তিনি জানান, মামলার চূড়ান্ত চার্জশিট প্রকাশের সময় যদি কারও নাম বাদ দেওয়া হয়, তবে কেন ও কিসের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হলো তা খতিয়ে দেখা হবে।

 

এনসিপির অবস্থান পরিষ্কার

তিনি স্পষ্ট করে জানান, এই মামলার সঙ্গে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। দলের কেউ যদি এ মামলাকে কেন্দ্র করে অসাধু কার্যকলাপে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিত্তশালীদের যুক্তিকরণে প্রশ্ন

মোবাসসের রাজ দাবি করেন, জুলাই আন্দোলনের পর প্রায় ২৭টি মামলায় যাদের নাম আসেনি, তাদের অনেককে নতুন এই মামলায় আসামি করা হয়েছে। বিশেষ করে যাদের অধিকাংশই বিত্তশালী ও সমাজের প্রভাবশালী ব্যক্তি—এটিকে তিনি সন্দেহজনক বলে মন্তব্য করেন। তার মতে, “এ তালিকা অসাধু উদ্দেশ্যে তৈরি হয়ে থাকতে পারে।”

 

বাদীর প্রতি অনুরোধ

জুলাই আহত অপূর্বর উদ্দেশ্যে তিনি অনুরোধ জানিয়ে বলেন, শুধু ধারণা বা কারও পরামর্শে কোনো ব্যক্তির নাম এজাহারে যুক্ত করা হলে তা পুনর্বিবেচনা করা উচিত। আন্দোলনে সরাসরি সম্পৃক্ততা না থাকলে তাদের হয়রানি না করার আহ্বান জানান তিনি।

 

শিক্ষক, কর্মকর্তা, ব্যবসায়ীদের মামলায় অন্তর্ভুক্তি নিয়ে উদ্বেগ

তিনি আরও উল্লেখ করেন, শহরের স্বনামধন্য শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যবসায়ীদের এই মামলায় আসামি করাটা উদ্বেগজনক। তিনি বলেন, “যারা সত্যিই জড়িত নন তারা যেন আইনের অপব্যবহারের শিকার না হন—সে বিষয়ে পুলিশ প্রশাসন উদ্যোগ নেবে।”

 

মামলা ঘিরে রাজনৈতিক ব্যবহার ও বাণিজ্যিকীকরণের অভিযোগ

সর্বশেষ তিনি সতর্ক করেন, মামলাকে কেন্দ্র করে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির নাম ও পরিচয় ব্যবহার করে কোনো গোষ্ঠী যেন বাণিজ্যিক বা রাজনৈতিক সুবিধা নিতে না পারে। তিনি এটিকে সবচেয়ে বড় সংশয়ের কারণ বলে উল্লেখ করেন।

আরও খবর

Sponsered content