নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ৩৮ দফা দাবি জানিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানান। পাশাপাশি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালেরও দাবি তোলা হয়।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল।
সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাবেক সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, সাবেক সহসভাপতি আবদুস সবুর, এনটিভির রাজশাহী প্রতিনিধি শ.ম সাজু, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, সিনিয়র সাংবাদিক মো: আনিসুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সাঈদ রনি, রাজশাহী মেডিকেল কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডা. তারিকুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাফসান আলম প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক।
বক্তারা বলেন, আমরা এমন একটি সংবাদমাধ্যম চাই যেখানে সাংবাদিকরা কোনো পক্ষের প্রভাব বা ভয় ছাড়াই সত্য তুলে ধরতে পারবেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের দাবি জানানো হলেও তা কার্যকর করা হয়নি। অধিকাংশ প্রতিষ্ঠানে সাংবাদিকরা ন্যায্য বেতন-ভাতা থেকে বঞ্চিত। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় প্রতিনিয়ত বাড়ছে। তাই দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের পদক্ষেপ নিতে হবে।
সাংবাদিক নেতারা স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন, সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন, প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকদের সমান মর্যাদা নিশ্চিত এবং সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবিও জানান।
সমাবেশে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com