সারাদেশ

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাকাবে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

  মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ২ ডিসেম্বর ২০২৫ , ৬:২৭:২৯ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদনঃ বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ট্রেনিং ইনস্টিটিউটে উদ্যোক্তা উন্নয়নমূলক এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাজশাহীর রাকাব ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রথিন কুমার পাল।

 

রাকাবের মহাব্যবস্থাপক মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আইয়ুব আলী এবং রাকাবের ঋণ ও অগ্রিম বিভাগ–১ এর উপ-মহাব্যবস্থাপক মো. নবিউল করিম।

 

প্রশিক্ষণ কর্মসূচির কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাকাব ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার।

 

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন SME সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এই উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী ও সৃজনশীল ব্যবসায়িক পরিকল্পনা তৈরি, ব্যবসার ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক জ্ঞান ও ব্যাংকিং সহায়তা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

গত ৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালিত প্রশিক্ষণে মোট ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সেরা তিনজন প্রশিক্ষণার্থীকে ১ম, ২য় এবং ৩য় পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল উদ্যোক্তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

 

প্রধান অতিথি রথিন কুমার পাল বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় দক্ষ উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। ছোট ও মাঝারি উদ্যোক্তাদের সুযোগ বাড়াতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের ভবিষ্যৎ ব্যবসা পরিচালনায় আরও সক্ষম করে তুলবে।

 

রাকাবের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম বলেন, রাজশাহী অঞ্চলে উদ্যোক্তা সৃষ্টির বড় সম্ভাবনা রয়েছে। রাকাব সেই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে নিয়মিত এমন প্রশিক্ষণ চালিয়ে যাবে।

আরও খবর

Sponsered content