সারাদেশ

ফ্লাইটে বোমা হুমকি— শাহ মখদুম বিমানবন্দরে মাঠে নামে সেনা–নৌ–র‍্যাব–পুলিশসহ ১২ সংস্থা

  মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ২ ডিসেম্বর ২০২৫ , ৬:২৯:৪৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদনঃ আন্তর্জাতিক বেসামরিক বিমান পরিবহন মানদণ্ড অনুযায়ী রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৫’।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিমানবন্দরের এপ্রোন এলাকায় মহড়াটি শুরু হয়। মহড়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

মহড়ার পরিকল্পনা অনুযায়ী, যশোর থেকে ছেড়ে আসা একটি চার্টার্ড ফ্লাইটে বোমা থাকার হুমকি আসে। শাহ মখদুম বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে সেই কল পৌঁছানোর পরপরই বিমানবন্দর ব্যবস্থাপক মোসা. দিলারা পারভীন জরুরি নিরাপত্তা ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় করেন।

পরবর্তী নির্দেশে রিস্ক অ্যাডভাইজরি গ্রুপের তত্ত্বাবধানে সেনাবাহিনী, নৌবাহিনী, র‍্যাব, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, এপিবিএন, আনসার, বিমানবন্দর নিরাপত্তা ইউনিট, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম, কেবিন সেফটি ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিটসহ মোট ১২টি সংস্থা যৌথভাবে মাঠে নামে।

ফাঁকা স্থানে জরুরি ল্যান্ডিং পরিস্থিতি, যাত্রী সরিয়ে নেওয়া, বিস্ফোরক শনাক্তকরণ, বোম্ব ডিসপোজাল, আহতদের দ্রুত উদ্ধার, সমন্বিত কমান্ড সিস্টেম এবং মিডিয়া ব্রিফিং—সবকিছুই বাস্তবের মতোই সম্পন্ন হয়।

মহড়ার প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সন্তুষ্টি প্রকাশ করে বলেন, প্রত্যেক সংস্থা অত্যন্ত প্রশংসনীয় দক্ষতা দেখিয়েছে। যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় এ ধরনের মহড়া সমন্বয় ও দক্ষতা বাড়ায়।

তিনি আরও বলেন, গত ১৮ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সময় বিভিন্ন বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় নিরাপত্তা বজায় রাখা সম্ভব হয়েছিল। আজকের মহড়াও সেই অভিজ্ঞতাকে আরও দৃঢ় করবে।

বিমানবন্দর ব্যবস্থাপক মোসা. দিলারা পারভীন জানান, আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (ICAO) বিধিমালায় প্রতি দুই বছরে একবার পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া বাধ্যতামূলক।

তিনি বলেন, বিভিন্ন সন্ত্রাসী হুমকি ও জরুরি পরিস্থিতিতে আমাদের সক্ষমতা যাচাই, দুর্বলতা চিহ্নিতকরণ এবং সমন্বিত প্রতিক্রিয়া বাড়াতেই এই মহড়ার আয়োজন করা হয়েছে। বর্তমানে শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস ও বাংলাদেশ বিমান নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে। রাজশাহী অঞ্চলে এ ধরনের মহড়া বিমানবন্দর নিরাপত্তা আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর আসিফ ইকবাল চিফ কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন। উপস্থিত ছিলেন বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।

আরও খবর

Sponsered content