মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ৩ ডিসেম্বর ২০২৫ , ৪:২৫:৫৪ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর হেতম খাঁ কলা বাগান মহল্লায় বাড়ির একমাত্র প্রবেশপথ জোরপূর্বক বন্ধ করে দেওয়া, দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ তুলেছেন শাহনাজ পারভিন নামে এক ভুক্তভোগী নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া লিখিত বিবৃতিতে তিনি প্রতিবেশী আলমগীর হোসেন, নান্নু ও নয়নসহ তিন ভাইকে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বাড়ি জবরদখলের চেষ্টায় হয়রানির অভিযোগ করেন।
শাহনাজ পারভিন জানান, তারা পাঁচ বোন—বাবা-মা ও ছোট বোন বাড়িতে থাকেন, আর বাকি চার বোন চাকরির কারণে বাইরে। এই সুযোগে প্রতিবেশীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাড়ি দখলের উদ্দেশ্যে নিয়মিত চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তার।
তিনি বলেন, গত আগস্টে তার ছোট বোন বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্তরা বাড়ির একমাত্র প্রবেশপথে প্রাচীর তুলে পথরুদ্ধ করেন। বাধা দেওয়ায় ছোট বোনকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়।
শাহনাজ আরও জানান, বিষয়টি নিয়ে পাঁচ মাস ধরে প্রশাসনিক দপ্তরে দৌড়ঝাঁপ করতে হয় তাদের। অবশেষে ২ ডিসেম্বর প্রশাসনের অনুমোদন ও কাগজপত্র যাচাই শেষে তিনি ও তার বোনেরা বাড়িতে উপস্থিত থেকে প্রাচীর ভেঙে প্রবেশপথ উন্মুক্ত করেন।
এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শাহনাজের ভাষ্য, প্রাচীর ভাঙার পর অভিযুক্ত আলমগীর হোসেন তাকে ও তার স্বামীকে নানানভাবে হুমকি দেন এবং তাদের স্বজনদের “সন্ত্রাসী” পরিচয় দিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করছেন।
তিনি অভিযোগ করে বলেন, “ওরা হুমকি দিয়েছে—যে কোনোভাবে আমাকে বাড়িতে বসতে দেবে না। কারা তাদের শক্তি হয়ে কাজ করছে, সংযুক্ত ভিডিওতে দেখা যাবে।”

শাহনাজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, তাদের পরিবার এখন আতঙ্কে রয়েছে এবং তারা ন্যায়বিচার ও নিরাপত্তা সুরক্ষা চান।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

















