মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ৩ ডিসেম্বর ২০২৫ , ৬:৪০:৫৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন গণকপাড়া মিষ্টানো ভান্ডারের গলিতে অবস্থিত আবাসিক হোটেলের আড়ালে চলছে দেহ ব্যবসা ও মাদক সেবনের বিশ্বস্ত জায়গা। রাজশাহী শিক্ষা নগরী হওয়ায় অন্যান্য জেলা থেকে পড়তে আসা কলেজের ছাত্ররা জড়িয়ে পড়ছে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবনে। হোস্টেলে থাকা ছাত্র – ছাত্রীরা রুম ডেট এর জন্য বেছে নিচ্ছে এই আবাসিক হোটেলটি। এছাড়াও পতিতা রেখে দেহ ব্যবসা দীর্ঘদিন যাবত করে আসছেন হোটেল পদ্মার মালিক আজাদ।
৩ ডিসেম্বর বুধবার বিকেলে সরজমিনে হোটেলের সামনে গেলে দেখা যায়, আশেপাশের এলাকার উর্তি বয়সের ছেলে হোটেলে প্রবেশ করছেন। কেউ ২০ মিনিট কেউ এক ঘন্টা পর বেরিয়ে চলে আসছেন। স্থানীয় দোকানদারের কাছে জানা যায়, পাঁচ আগস্টের পর প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে দিন রাত এমন নোংরা কার্যক্রম পরিচালনা করছে।
এ বিষয়ে জানতে হোটেল মালিক আজাদ কে ফোন দিলে, তিনি বলেন প্রসাশন ও স্থানীয় নেতাদেরকে ম্যানেজ করে ব্যবসা চালিয়ে যাচ্ছি। বর্তমানে একটু সাবধানে চুপেচাপে ব্যবসা করার চেষ্টা করছি কারণ প্রশাসন জেগে উঠছে । কারো ক্ষতি তো আমরা করি না আপনি আসেন সামনাসামনি বসে একসাথে চা খাব আর কথা হবে। অনেকেই আসে আমার কাছে সবার সাথে ভালো সম্পর্ক রেখে চলার চেষ্টা করি।
আরএমপি ডিবির উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে প্রতিমাসে আমার বিশেষ অভিযান চালাচ্ছি। খুব শীগ্রই সেখানে অভিযান পরিচালনা করা হবে।

















