মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ৫ ডিসেম্বর ২০২৫ , ১০:০৫:৪৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজশাহীর হাদির মোড় বৌবাজারের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল শুরু হয়। দোয়া মাহফিলটি আয়োজন করেন মোঃ সাদিউল ইসলাম সজীব, আহ্বায়ক—বোয়ালিয়া থানা পূর্ব ছাত্রদল এবং সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজশাহী মহানগর ছাত্রদল।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দেশের মানুষের জন্য আশার আলো। আমরা তাঁর সুস্থতা কামনা করছি এবং দেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে ছাত্রদল সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবে।”
বক্তারা আরও বলেন, “নির্যাতন-দমন দিয়ে বিএনপি ও ছাত্রদলের আন্দোলনকে থামানো যাবে না। আমরা দেশনেত্রীর আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করবো।” শেষে দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি এবং সংগঠনের ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ সাদিউল ইসলাম সজীব, মো. রাকিন রাহান রবিন—সদস্য সচিব বোয়ালিয়া থানা পূর্ব ও সাবেক সাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর ছাত্রদল, জাকিরুল ইসলাম শুভ—যুগ্ম আহ্বায়ক, আমির হামজা—আহ্বায়ক কমিটির সদস্য, এবং মোঃ সাকিব ইসলাম—সাধারণ সম্পাদক ২৪ নম্বর ওয়ার্ড। এছাড়াও উপস্থিত ছিলেন ২১ নম্বর ওয়ার্ডের সভাপতি সিয়াম ও সাধারণ সম্পাদক পিয়াল; ২৭ নম্বর ওয়ার্ড উত্তর শাখার সভাপতি হিমেল; ২৭ নম্বর ওয়ার্ড দক্ষিণের সভাপতি তন্ময় ও সাধারণ সম্পাদক সোহাগ; ২৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বিজয়।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি দিপু ও সাধারণ সম্পাদক শাফিন; শাহ মখদম কলেজের সভাপতি সেতু ও সাংগঠনিক সম্পাদক সোহাগ; বরেন্দ্র কলেজের সভাপতি তুষার ও সাধারণ সম্পাদক রাব্বি। আরও উপস্থিত ছিলেন ইফাদ—দপ্তর সম্পাদক ২৪ নম্বর ওয়ার্ড, আকিব—রাজশাহী কলেজ ছাত্রনেতা, আরাফাত—যুগ্ম সাধারণ সম্পাদক ২১ নম্বর ওয়ার্ড, রিমন—সাবেক সহ-সভাপতি ২৪ নম্বর ওয়ার্ড, ঈদুল—সহ-সভাপতি ২৪ নম্বর ওয়ার্ড এবং জয়—সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বোয়ালিয়া থানা।

















