নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগর যুবদলের সাবেক দপ্তর দায়িত্বপ্রাপ্ত নেতা এ.এইচ.এম শফিক মাহমুদ তন্ময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) মহানগরীর শাহ্ ডাইন কনভেনশন হলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নুর আহমদ নামের এক ব্যক্তি তাকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে তিনি নুর আল আসাস থেকে ৩,৫০,০০০ টাকায় একটি জিপ গাড়ি ক্রয় করেন। গাড়িটি তার কাছে আসার আগে নুর আল আসাস ৫ মার্চ ২০২৪ তারিখে সৈয়দ জাফর মতিন (রাজিব)-এর কাছ থেকে এবং সৈয়দ জাফর মতিন ৫ মে ২০২৩ তারিখে নুর আহমদের কাছ থেকে ক্রয় করেছিলেন। ধারাবাহিক ক্রয় সূত্রে তিনি গাড়ির বৈধ মালিক বলে দাবি করেন।
গাড়ির ইলেকট্রিক ওয়্যারিং ঠিক করার জন্য তিনি গাড়িটি নুর আহমদের গ্যারেজে নেন। নুর আহমদ আশ্বাস দেন গাড়ি নিজের পার্কিংয়ে রেখে কাজ করা হবে এবং মালিকানা পরিবর্তন ও কাগজপত্র হালনাগাদ বিষয়ে পরামর্শ দেন। তিনি জানান, গাড়ির কাগজপত্র ‘ফেল’ রয়েছে এবং সব মিলিয়ে ৩,০০,০০০ টাকা দিলে মালিকানা পরিবর্তনের কাজ সম্পন্ন হবে।
তন্ময় প্রথমে ২,০০,০০০ টাকা এবং পরে আরও ১,০০,০০০ টাকা নুর আহমদের হাতে দেন। নির্ধারিত সময় পার হলেও কাজ সম্পন্ন হয়নি। গাড়ি ফেরত নেওয়ার পর দেখা যায় চারটি নতুন টায়ার পরিবর্তন করে পুরাতন টায়ার বসানো হয়েছে এবং ভেতরের সাবউফারটি নেই। বিষয়টি জানালে নুর আহমদ সম্পূর্ণভাবে অস্বীকার করেন।
তিনি অভিযোগ করেন, নুর আহমদ তার দায় এড়াতে এবং তাকে বিপদে ফেলতে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেছেন। তন্ময় বলেন, “আমি একজন সচেতন নাগরিক হিসেবে আইনের আশ্রয় নেব এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।” সংবাদ সম্মেলনের শেষে তিনি নুর আহমদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com