সকালের বুলেটিন ডেক্স: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ , ৮:১০:০৯ প্রিন্ট সংস্করণ
ইমরান জামান কাজল, খুলনা:
খুলনার ডুমুরিয়ায় সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আশিস মোমতাজ এর পরিচয়ে ০১৫৩০১৪২২৭১ নম্বর ব্যবহার করে ব্যবসায়ীদের কাছে টাকা দাবির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) এর পক্ষে ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা অফিসের নাজির কাম ক্যাশিয়ার সাইফুল্লাহ।
জিডিতে উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা ব্যক্তির ব্যবহৃত মোবাইল নম্বর ০১৫৩০১৪২২৭১ থেকে ফোন দেয় বিভিন্ন ল্যান্ড ব্যবসায়ীদেরওপ্রপার্টিজ ব্যবসায়ীর নিকট। ডুমুরিয়া উপজেলা এলাকার বিভিন্ন মিল ব্যবসায়ীসহ বিশিষ্ট ব্যবসায়ীদের ফোন করে সহকারী কমিশনার (ভূমি) ডুমুরিয়া, খুলনার পরিচয় দিয়ে টাকা পয়সা দাবি করে আসছে একটি চক্র।
মঙ্গলবার সকালে বিশ্বস্ত সূত্রে এই টাকা দাবি করার বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) জানতে পারেন।
তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য ও উপাত্ত না থাকায় তার পক্ষ থেকে জিডি করা হয়েছে।