sokalerbulletin@gmail.com
বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ – দূর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. ফটো গ্যালারি
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. ভিডিও গ্যালারি
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সম্পাদকীয়
  14. সারাদেশ

মব সৃষ্টি করে পুলিশ অপমান: রাজশাহীর বেলপুকুর কাণ্ডে উসকানিদাতা গ্রেপ্তার

প্রতিবেদক
Shadhin
জানুয়ারি ২৮, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন এলাকায় বাসচাপায় তিনজন নিহতের মর্মান্তিক ঘটনার পর পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে মব সৃষ্টি করে পুলিশ ও প্রশাসনকে প্রকাশ্যে অপমান করার গুরুতর অপরাধের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তাদের জিম্মি, শারীরিকভাবে হেনস্থা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক ভিডিও ছড়িয়ে দেওয়ার এই ঘটনা আইনশৃঙ্খলা ও প্রশাসনিক শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে পুঠিয়াগামী একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের ছাত্র শান্ত ইসলামসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে গেলেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনানুগ প্রক্রিয়া শুরু করে।

এ সময় একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ায় যে পুলিশ ঘাতক বাস চালককে ছেড়ে দিয়েছে—যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এই গুজবকে কেন্দ্র করে এক শ্রেণির উচ্ছৃঙ্খল জনতা মব সৃষ্টি করে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরিতে বাধা দেয়। শুধু তাই নয়, দায়িত্ব পালনরত বেলপুকুর থানার ওসি ও এক এসআইকে জিম্মি করে শারীরিকভাবে হেনস্থা করা হয়। পরিস্থিতির ভয়াবহতায় ওই এসআইকে প্রকাশ্যে কান ধরতে বাধ্য করা হয় এবং সেই দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রশাসনকে প্রকাশ্যে হেয় প্রতিপন্ন করা হয়।

এই ন্যক্কারজনক ঘটনার মাধ্যমে শুধু পুলিশ নয়, পুরো রাষ্ট্রীয় প্রশাসনকেই অপমান ও চ্যালেঞ্জ করা হয়েছে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় শান্তি ফিরে।

ঘটনার প্রেক্ষিতে বেলপুকুর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা এবং সরকারি কাজে বাধা প্রদান, পুলিশ সদস্যদের ওপর হামলা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

দুর্ঘটনার পর থেকেই পলাতক বাস চালককে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম সমন্বিতভাবে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় গতকাল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকা থেকে ঘাতক বাস চালক সাইফুল ইসলাম (৪৮)কে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোর সদর উপজেলার কানাইখালী গ্রামের দক্ষিণ পটুয়াপাড়ার দিয়ানতুল্লাহ প্রামাণিকের ছেলে। তাকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। উল্লেখ্য, ঘটনার রাতেই পুলিশ রাজকীয় পরিবহনের ঘাতক বাসটি আটক করে।

অপরদিকে, গুজব ছড়িয়ে মব সৃষ্টির মাধ্যমে পুলিশ হেনস্থা ও সরকারি কাজে বাধা প্রদানের মূল হোতা হিসেবে চিহ্নিত হাসানুর রহমান তুহিন (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মহানগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তাকে গতকাল বিকেলে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আইনের শাসন ব্যাহত করতে মব সৃষ্টি, গুজব ছড়ানো ও প্রশাসনকে প্রকাশ্যে অপমান করার মতো অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিবের নামে চাঁদা উত্তোলন, অবশেষে চাঁদাবাজ গ্রেফতার 

“একদলীয় শাসন নয়”—গণভোট ও পিআর পদ্ধতির দাবি জামায়াতের

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে ‘জুলাই-৩৬’ পরিষদের আত্মপ্রকাশ: আহ্বায়ক কাদেরী ও সদস্য সচিব জুয়েল

মেয়র কন্যা অর্নার অভিনব কায়দায় চাঁদাবাজির সন্ধান

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

ডাঁশমারীতে মতিহার থানাকে ম্যানেজ করে পলাশের পুকুর ভরাট

ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি

মোহনপুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করেই চলছে আবাদি জমিতে পুকুর খনন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩