sokalerbulletin@gmail.com
শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ – দূর্নীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. ফটো গ্যালারি
  8. বাণিজ্য
  9. বিনোদন
  10. ভিডিও গ্যালারি
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সম্পাদকীয়
  14. সারাদেশ

সংবাদ প্রকাশের পর ডিবির অভিযান: মাদক কারবারের মূল হোতা নুর আলী গ্রেপ্তার

প্রতিবেদক
Shadhin
জানুয়ারি ১৬, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে দৈনিক সকালের বুলেটিন-এ অনুসন্ধানী সংবাদ প্রকাশের পরপরই তৎপর হয়ে উঠেছে আরএমপি ডিবি পুলিশ। সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযানে নেমে ডিবি পুলিশ হাতে নাতে আটক করেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মূল হোতাদের একজন নুর আলীকে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পঞ্চবটি থেকে কেঁদুর মোড় নদীর ধারের এলাকাজুড়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় ফাঁড়ি “ম্যানেজ” করে তারা আগের চেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার তথ্য দেওয়া হলেও সংশ্লিষ্ট ফাঁড়ি নীরব ভূমিকা পালন করায় অবাধে চলতে থাকে মাদকের রমরমা কারবার।

এ অবস্থায় বিষয়টি নিয়ে ১৪ জানুয়ারি দৈনিক সকালের বুলেটিনে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হলে বিষয়টি সরাসরি আরএমপি ডিবি পুলিশের নজরে আনা হয়। এরপর দ্রুত অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ চক্রের অন্যতম মূল হোতা নুর আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আরএমপি সূত্র জানায়, গত ১৫ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে পরিচালিত ২টি অভিযানে মোট ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: তুষার হোসেন (২৮) ও মো: নুর আলী (২৮)। তুষার রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মৃত রুহুল আমিন ভিকুর ছেলে এবং নুর আলী বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকার মৃত মাহাতাব আলীর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন বোসপাড়া ফাঁড়ির আওতাধীন খরবোনা এলাকায় প্রকাশ্যে চলছিল মাদক বিক্রি। এলাকাবাসীর অভিযোগ—সাব্বির, ডালিম, তার ভাই বাচ্চু, নুর আলী ও তার ভাই আলী এবং সেলিনা নামের কয়েকজন মাদক কারবারি দীর্ঘদিন ধরে এই ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিল। এদের প্রত্যেকের নামেই রয়েছে একাধিক মাদক মামলা।

অভিযোগ রয়েছে, সাব্বির একটি চায়ের দোকানের আড়ালে বেতনভুক্ত কর্মচারী রেখে ইয়াবা বিক্রি নিয়ন্ত্রণ করতেন। প্রকাশ্যে এই কর্মকাণ্ড চললেও স্থানীয় প্রশাসনের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় এলাকাজুড়ে বেড়ে যায় মাদক কারবারের বিস্তার।

ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানের পর মাদক কারবারিরা সাময়িক সতর্ক হলেও তাদের ওপর কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

আরএমপি ডিবি পুলিশের এক কর্মকর্তা বলেন, অভিযানের পর তারা হয়তো কিছুটা সতর্ক থাকবে, তবে আমাদের টিমের নজরদারি অব্যাহত থাকবে। পরিস্থিতি বুঝে নতুন পরিকল্পনায় বাকি আসামিদেরও আটক করা হবে। আরএমপি পুলিশ কমিশনার মহোদয়ের স্পষ্ট নির্দেশ—মাদকের বিষয়ে জিরো টলারেন্স। সেই নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি এবং তা চলমান থাকবে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত নুর আলী এই চক্রের ছয় জন মূল হোতার একজন। বাকি দুই হোতা আগে থেকেই কারাগারে রয়েছে এবং অপর তিন জন এখনো সক্রিয় আছে।

এদিকে এলাকাবাসী আশা করছেন, ধারাবাহিক অভিযান চলমান থাকলে খরবোনা ও আশপাশের এলাকা দ্রুত মাদকমুক্ত হবে এবং তরুণ সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হত্যাকাণ্ড: পক্ষ বিপক্ষে নানা অভিযোগ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৪ ও মাদকদ্রব্য উদ্ধা

বগুড়ার সমাবেশ সফল করতে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

সভাপতি আয়েশা, সম্পাদক ফাতেমা: ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন রাজশাহী জেলা কমিটি গঠিত

রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় আতাউর রহমান বাঁধনের বৃক্ষ রোপণ কর্মসূচি 

“আগে সংস্কার পরে নির্বাচন—এই কথা আর শুনতে চাই না”: রাজশাহীতে ড. আব্দুল মঈন খান

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার: ১

বিডিক্লিন রাজশাহীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

রাজশাহীতে ১০ দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

রাজশাহী টেক্সটাইল মিলস এর বৃক্ষ হত্যা, পুকুর ভরাট বন্ধের প্রতিবাদে মানববন্ধন