মো: সাকিবুল ইসলাম স্বাধীন ৯ জুন ২০২৫ , ৭:৩১:০২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: বন্ধু মহলের আয়োজনে হেতেম খাঁ লিচুবাগান হাম্বা প্রিমিয়ার লীগ-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ মাঠে। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম রবি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মেডিকেল ক্যাম্পাস মাঠে আমাদের অনেক স্মৃতি রয়েছে। এই মাঠেই আমরা একসময় খেলাধুলা করতাম। দীর্ঘ ১৭ বছর আমাদের খেলোয়াড় ভাইরা নানা প্রতিবন্ধকতার মুখে স্বাধীনভাবে খেলার সুযোগ পাননি। তবে গণতন্ত্রবিরোধী সরকারের পতনের পর এখন সবাই স্বাধীনভাবে খেলাধুলা করতে পারছে, আয়োজন করতে পারছে নানা প্রোগ্রাম।”
তিনি আরও বলেন, “আমরা চাই তরুণ প্রজন্ম মাদক ও অপকর্ম থেকে দূরে থাকুক। এ ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে গঠনমূলক কাজে যুক্ত রাখে। বন্ধু মহলের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, এই টুর্নামেন্টে রাজশাহীর বিভিন্ন এলাকার তরুণ দলসমূহ অংশগ্রহণ করছে, যা সামগ্রিকভাবে তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।