আইন-আদালত

রাজশাহীতে আরএমপির অভিযানে ৩০ জন গ্রেপ্তার

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৫:১৪:৫৬ প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে আরএমপির অভিযানে ৩০ জন গ্রেপ্তার
রাজশাহীতে আরএমপির অভিযানে ৩০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ১৫/০১/২০২৬ সকালে আরএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। এছাড়া মাদকদ্রব্যসহ ৪ জনকে এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরএমপি কর্তৃপক্ষ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীতে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরও খবর

Sponsered content