সাকিবুল ইসলাম স্বাধীন ২৬ ডিসেম্বর ২০২৫ , ১:৪৮:০৭ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ও রাজশাহী থেকে প্রকাশিত গণধ্বনি প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. হুমায়ুন কবিরের মা মোসাম্মদ তাহিরা আক্তার (৬৫) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে গ্রীন সিটি প্রেসক্লাব।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক শোক বিবৃতিতে গ্রীন সিটি প্রেসক্লাবের সভাপতি আবুল হাসনাত অমি ও সাধারণ সম্পাদক মো. শামীউল আলীম শাওন মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে গ্রীন সিটি প্রেসক্লাবের সকল সদস্যকে মরহুমার জন্য দোয়া করার বিশেষ অনুরোধ জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোসাম্মদ তাহিরা আক্তার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার জানাজা নামাজ বাদ জুম্মা লক্ষ্মীপুর ভাটাপাড়া মহিষবাথান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে হেতমখাঁ কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

















