আইন-আদালত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ কারবারি গ্রেপ্তার

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৬ , ৬:২৭:৫৭ প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ কারবারি গ্রেপ্তার
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বোয়ালিয়া, শাহমখদুম, মতিহার ও পবা থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

বুধবার (১৪ জানুয়ারি) ও মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন পয়েন্টে এই অভিযানগুলো চালানো হয়। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আরএমপি মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— মোছা. ময়না বেগম (৪০), মো. শাকিল (২০), মাবিয়া (৪২), মো. রাহাদ আহমেদ রাফি (২৯), মো. রাকিবুল ইসলাম জাহিদ (৩০), মো. আবুল কালাম আজাদ (৪০), মো. রাজা হোসেন (৩০) এবং মো. রাকিব মিয়া (২৯)। এদের মধ্যে শাকিলের বিরুদ্ধে আগেও ৫টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, অভিযানে আসামিদের কাছ থেকে মোট ৬১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ৩ হাজার এমএল দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরএমপি সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে ডিবির পরিদর্শক সমিত কুমার কুন্ডুর নেতৃত্বে ভদ্রা রেলওয়ে বস্তি এলাকায় অভিযান চালিয়ে ময়না ও শাকিলকে ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়। একই দিন দুপুরে ডিবির পরিদর্শক মো. নজরুল ইসলাম জুয়েলের টিম লক্ষীপুর ভাটাপাড়া থেকে হেরোইন ও ট্যাপেন্টাডলসহ মাবিয়াকে গ্রেপ্তার করে।

এদিকে, বুধবার রাতে বোয়ালিয়া থানার অলকার মোড় এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ রাফিকে গ্রেপ্তার করে পুলিশ। দুপুরে শাহমখদুম থানার আমচত্বর চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। তবে এসময় তার সহযোগী গোপাল পালিয়ে যান।

এছাড়া গভীর রাতে পবা থানার নওহাটা চেকপোস্টে ৩ হাজার এমএল মদ ও মোটরসাইকেলসহ রাজা ও রাকিবকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে মতিহার থানার ডাঁশমারী এলাকা থেকে আজাদকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content