অপরাধ - দূর্নীতি

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১০:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ

রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার
রাজশাহীতে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৬ মাদক কারবারি গ্রেপ্তার: ইয়াবা, গাঁজা ও কোডিন সিরাপ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত সোমবার (১২ জানুয়ারি ২০২৬) মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পবা থানা এবং মতিহার থানা পুলিশ এ অভিযানগুলো পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫ বোতল নেশাজাতীয় ট্রিপ্রোলিডিন-কোডিন সিরাপ, ৮৮ পিস ইয়াবা, ১০৪ গ্রাম গাঁজা, ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ১৬০ টাকা। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

দামকুড়ার খোলাবোনা গ্রামের রাজু (৩৮), রাজপাড়ার তেরখাদিয়া ডাবতলার আমিনুল ইসলাম মুন্না (৪০), মহিষবাথানের আব্দুল আল মামুন ওরফে ডিম বাবু (৩১), লক্ষীপুর ভাটাপাড়ার ইসরাফীল হোসেন (২৫), পবার ঘোলহাড়িয়ার আলমগীর (৪৫) এবং চারঘাটের রবিন আলী (৩৬)। রবিন বর্তমানে মতিহারের ধরমপুর এলাকায় ভাড়া থাকতেন।

আরএমপি সূত্র জানায়, সোমবার বিকেলে ডিবির পরিদর্শক মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দামকুড়ার হরিপুর বনপাড়া এলাকা থেকে রাজুকে ৩৫ বোতল সিরাপসহ গ্রেপ্তার করা হয়। রাজুর বিরুদ্ধে ইতিপূর্বে ৪টি মামলা রয়েছে।

একই দিন রাতে ডিবির পরিদর্শক মো: নজরুল ইসলাম জুয়েলের টিমের অভিযানে তেরখাদিয়া ডাবতলা থেকে আমিনুল ও মামুনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অন্যদিকে, ডিবির পরিদর্শক মো: আরিফুর রহমানের টিম কাশিয়াডাঙ্গার হড়গ্রাম পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ইসরাফীলকে ৮ পিস ইয়াবা ও ১০৪ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে।

এছাড়া পবা থানার এসআই মো: ইকরামুল ইসলামের নেতৃত্বে ঘোলহাড়িয়া গ্রাম থেকে আলমগীরকে এবং মতিহার থানার এসআই অসিত কুমারের নেতৃত্বে ধরমপুর এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। রবিনের কাছ থেকে ১৫ পিস এবং আলমগীরের কাছ থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content