প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ৯:৩৭:২৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন বোসপাড়া ফাঁড়ির আওতাধীন খরবোনা এলাকায় প্রকাশ্যে চলছে মাদকের রমরমা ব্যবসা। চায়ের দোকানের আড়ালে ইয়াবাসহ বিভিন্ন মাদকের হাট বসিয়েছে একাধিক সিন্ডিকেট। স্থানীয়দের অভিযোগ, একাধিক মামলার আসামি হয়েও মাদক কারবারিরা বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে, আর পুলিশ ফাঁড়ির ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
অনুসন্ধানে জানা গেছে, এই এলাকায় মাদক ব্যবসার মূল হোতা হিসেবে অভিযোগ উঠেছে সাব্বির, ডালিম ও তার ভাই বাচ্চু, নুরা আলী ও তার ভাই আলী এবং সেলিনা নামের কয়েকজন মাদক কারবারির বিরুদ্ধে। এদের প্রত্যেকের নামেই থানায় একাধিক মাদক মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, সাব্বির একটি চায়ের দোকানের আড়ালে বেতনভুক্ত কর্মচারী রেখে ইয়াবা বিক্রি নিয়ন্ত্রণ করেন।
স্থানীয়দের অভিযোগ, বোসপাড়া ফাঁড়ির কিছু সদস্যকে ‘ম্যানেজ’ করেই চলছে এই কারবার। এ বিষয়ে জানতে বোসপাড়া ফাঁড়ির ইনচার্জ শহিদ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে এর আগে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, “আমি মাদক আর লাশের টাকা খাই না। মাদক সিন্ডিকেট উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।” তার দায়িত্ব পালনকালে ফাঁড়ি থেকে কয়টি মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে—এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দেননি। তিনি বলেছিলেন, “কোনো তথ্য থাকলে সহযোগিতা করবেন, অবশ্যই আইনগত ব্যবস্থা নেব।” কিন্তু এরপর থেকে তিনি আর ফোন রিসিভ করছেন না বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। সুনির্দিষ্ট তথ্য, নাম, লোকেশন এবং ব্যবসার সময় বিস্তারিত জানালে থানার ফোর্স দিয়ে ওইসব জায়গায় গোপনে নজরদারি রাখা হবে, যাতে মাদকসহ হাতেনাতে আটক করা যায়।”

















