প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ৮:৩২:৩২ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর চারঘাটে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ২০২৬) নিমপাড়া ইউনিয়ন পরিষদ ও নিমপাড়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এই শোকাবহ কর্মসূচি পালিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও প্রবীণ রাজনীতিবিদ জনাব মো: আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব দেবাশীষ রায় মধু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহারিয়ার ইসলাম বিপুল এবং নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন বিপ্লব।
দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপসহীন সংগ্রামের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। পরে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় চারঘাট উপজেলা ও নিমপাড়া ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

















