সারাদেশ

রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় বৃক্ষরোপণ কর্মসূচি: যুবদলের পক্ষ থেকে ৫০টি গাছ উপহার

  মো: সাকিবুল ইসলাম স্বাধীন ১১ জুলাই ২০২৫ , ১১:৪৭:১১ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক:  রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানায় পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এই কর্মসূচির উদ্বোধন হয়।

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাঁধনের পক্ষ থেকে চিড়িয়াখানাকে উপহার দেওয়া হয় ৫০টি ফলদ ও বনজ গাছ। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজশাহীর বিখ্যাত আম জাত ‘রূপালী’, ‘বারি-৪’, ‘হারিভাঙ্গা’, কাঠালসহ বিভিন্ন প্রজাতির আমগাছ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: আতাউর রহমান বাঁধন, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী মহানগর যুবদল, ডা. ফরহাদ উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা, সৈয়দ মাহমুদুল ইসলাম, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা, আবদুল খালেক স্বপন ও মো. রেজাউল করীম, সুপারভাইজার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা।

আতাউর রহমান বাঁধন বলেন, “বিগত দিনে টেন্ডার প্রক্রিয়ার নামে রাতের আঁধারে গাছ কেটে নেওয়া হয়েছে। যার ফলে অনেক গুরুত্বপূর্ণ গাছ আজ চিড়িয়াখানা থেকে বিলুপ্ত। অথচ দেশের নানা জেলা থেকে আগত দর্শনার্থীদের জন্য ছায়া খুবই গুরুত্বপূর্ণ। তাই এই গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি।”

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফরহাদ উদ্দিন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। এই ধরণের সামাজিক উদ্যোগ চিড়িয়াখানার পরিবেশ ও সৌন্দর্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

উল্লেখ্য, রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা রাজশাহী মহানগরীর অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিনই এখানে হাজারো দর্শনার্থী ভিড় করেন। এই গাছগুলো বড় হলে শুধু পরিবেশগত দিক থেকেই নয়, দর্শনার্থীদের জন্যও তা হবে আরামদায়ক ও সৌন্দর্য বর্ধক এক সংযোজন।

আরও খবর

Sponsered content