মো: সাকিবুল ইসলাম স্বাধীন ৩ জুলাই ২০২৫ , ৯:০৭:১৮ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি:
বক্সিং খেলায় নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে “বক্সিং প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ ক্যাম্প ২০২৫”। গত ৩ জুলাই (বুধবার) রাজশাহী জেলা জিমনেশিয়াম ভবন, সপুরা-তে সিটি বক্সিং ক্লাবের উদ্যোগে এই ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন আর. জে. এইচ এন্টারপ্রাইজের প্রোপাইটর জনাব আব্দুল কাদের উৎসব। তিনি একইসাথে প্রশিক্ষক ভাতা ব্যক্তিগত উদ্যোগে বহনের ঘোষণা দেন, যা উপস্থিত ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: জনাব আব্দুল কাদের উৎসব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক,আরাফাত ক্রিয়া পরিষদ, রাজশাহী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন:মোহাম্মদ রফিকুল ইসলাম রবি, সদস্য সচিব, রাজশাহী মহানগর যুবদল।
সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল আরিফ, সভাপতি, সিটি বক্সিং ক্লাব, রাজশাহী।
বক্তারা বলেন, রাজশাহীর খেলাধুলায় বক্সিং একটি সম্ভাবনাময় খেলা। এই ধরনের ক্যাম্প প্রতিভা খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি করবে।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ ক্যাম্পে রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণ বক্সারদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হবে। পরিশেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

















