সারাদেশ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাধারণ সভা সম্পন্ন

  মো: সাকিবুল ইসলাম স্বাধীন ৩০ আগস্ট ২০২৫ , ১১:৪০:১৬ প্রিন্ট সংস্করণ

নির্বাচন কমিশন গঠন ১ সেপ্টেম্বর, দ্বিবার্ষিক নির্বাচন ১৬ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২০২৩-২০২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দায়িত্বকাল শেষে আজ শনিবার ক্লাব মিলনায়তনে শেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা সভায় অংশ নেন।

 

সভায় গত দুই বছরের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি ক্লাবের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব পাঠ করা হয়। আলোচনায় সদস্যরা বিগত কমিটির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং কিছু উন্নয়নমূলক প্রস্তাবও উত্থাপন করেন।

 

সভায় জানানো হয়, আগামী ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন গঠন করা হবে। একই দিনে বর্তমান কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব কমিশনের নিকট হস্তান্তর করবে। পরবর্তীতে কমিশনের অধীনে আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

এর আগে ১৫ সেপ্টেম্বর ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।

 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি দায়িত্বকালীন সময়ে ক্লাবের মর্যাদা, ঐক্য এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা করতে। আশা করি আগামী কমিটিও এই ধারা অব্যাহত রাখবে।”

 

সাধারণ সম্পাদক বলেন, “আমরা আর্থিক লেনদেনসহ প্রতিটি কর্মকাণ্ড স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করেছি। নতুন নেতৃত্ব আসবে, তারা আরও গতিশীল ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।”

 

সভায় বক্তারা সাংবাদিক সমাজের ঐক্য বজায় রাখা, প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখা এবং ক্লাবের নিজস্ব ভবন নির্মাণে অগ্রগতি আনার ওপর গুরুত্বারোপ করেন।

আরও খবর

Sponsered content