সারাদেশ

সাবেক মেয়রের চাচাতো ভাই রাজশাহীতে টেন্ডারে: ঠিকাদারদের মধ্যে ক্ষোভ

  মো: সাকিবুল ইসলাম স্বাধীন ১১ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১৭:০৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল থেকে রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনের আস্থাভাজন ও চাচাতো ভাই, হোটেল ডালাসের মালিক এ বি এম হাবিবুল্লাহ ডলার এখনও বিভিন্ন সরকারি অফিস ও দপ্তরে ঠিকাদারি কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। বিষয়টি নিয়ে স্থানীয় ঠিকাদারদের মধ্যে বড় ধরনের ক্ষোভও লক্ষ্য করা গেছে।

 

প্রতিবেদনে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-তে ১,৪১,৭৭,৪৬৪/- (এক কোটি একচল্লিশ লক্ষ সাতাত্তর হাজার চারশত চৌষট্টি টাকা) বাজেটের একটি টেন্ডার প্রকাশিত হয়। টেন্ডারটির নাম: আরডিএ/ওন ফান্ড/২০২৫-২৬/ডাব্লু-২, যা নওদাপাড়া বাস টার্মিনালের টিকিট কাউন্টার নির্মাণ সংক্রান্ত।

 

মোট নয় জন ঠিকাদার অনলাইনে এই টেন্ডারে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে অন্যতম মোঃ ডলার, যিনি শুধু সাবেক মেয়রের চাচাতো ভাই , রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

 

প্রসঙ্গত, মোঃ ডলার জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য রাজশাহী মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনকে অর্থায়ন করেছিলেন। ওই সময় থেকে তার কর্মকাণ্ডে ধারাবাহিকতা বজায় রেখে তিনি বর্তমানে টেন্ডার বাণিজ্যে সক্রিয় ভূমিকা রাখছেন। স্থানীয় সংবাদ ও ঠিকাদারদের অভিযোগ, আওয়ামী লীগের অঙ্গসংগঠনসমূহের সহযোগিতায় ও কিছু সরকারি কর্মকর্তার যোগসাজশে ডলার টেন্ডারগুলো পেতে সুবিধা নিচ্ছেন।

 

এটি ডলারের জন্য নতুন নয়; এর আগেও তিনি রাজশাহী পানি উন্নয়ন বোর্ড-এর টেন্ডার জিতে কাজটি পরিচালনা করেছিলেন। তবে ঠিকাদারদের প্রখর চাপের কারণে কাজটি পরে প্রত্যাহার করা হয়। এবারও টেন্ডারে অংশগ্রহণের পর ঠিকাদারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

 

আরডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল তারেককে ফোন করে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তাই কর্তৃপক্ষের প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি।

 

আরও খবর

Sponsered content