মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ২০ নভেম্বর ২০২৫ , ২:২৯:১০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা ক্যান্টিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সহ দুই শিক্ষার্থীকে রামদা, হাতুড়ি , পিস্তল ঠেকিয়ে তুলে নেওয়া এবং শিক্ষার্থীকে কোপানো—প্রকাশে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাবি ক্যাম্পাস।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা গভীর রাত ১টা ৩০ মিনিটে রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গভীর রাতে এই সড়ক অবরোধ করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কাজলা গেট এলাকায় মহাসড়কের মাঝখানে কাট ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে এনে সেগুলোতে আগুন ধরিয়ে তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি শিক্ষার্থীরা একাধিক মোটরসাইকেল দিয়ে পুরো রাস্তা ঘিরে ফেলে, যেন কোনো গাড়ি চলাচল করতে না পারে। এতে মহাসড়কের দুইমুখেই যানজট সৃষ্টি হয়, আটকে পড়ে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন— আমাদের বন্ধুদের দিনে তুলে নিয়ে গিয়ে পেটানো হয়েছে, কোপানো হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের গ্রেপ্তারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাবো না।

আরেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন—হেলমেট পরা সন্ত্রাসীদের দাপটে রাবি অরক্ষিত। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম গভীর রাতে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত হতে অনুরোধ জানায়। প্রক্টর মাহবুবুর রহমান বলেন— আমরা পুলিশকে জানিয়েছি, হামলাকারীদের শনাক্তে কাজ চলছে। শিক্ষার্থীদের উত্তেজিত না হয়ে সহযোগিতা করার অনুরোধ করছি।

















