অপরাধ - দূর্নীতি

কাটাখালীতে বিশেষ অভিযানে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, পলাতক মাদক কারবারি

  মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ২১ ডিসেম্বর ২০২৫ , ২:০৮:৩৬ প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাকাইলকাটি গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশ।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সুমন কাদেরীর সার্বিক তত্ত্বাবধানে এবং এসআই মো. আতিকুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, কাটাখালী নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকায় নিয়মিত টহল ও দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে—কাটাখালী থানার কাকাইলকাটি এলাকায় ফিরোজ নামের এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে নিজ বসতবাড়িতে গাঁজা মজুদ রেখেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. ফিরোজ আলী (৪০) কৌশলে পালিয়ে যায়। পরে তার বসতবাড়ির ছাদ তল্লাশি চালিয়ে ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content